জামিয়া কাণ্ডে, দায়িত্ব থেকে সরান হল ডিসিপি-কে
নজরবন্দি ব্যুরোঃ সিএএ বিরোধী আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। দিল্লীর জামিয়া বিশ্ববিদ্যালয় এবং ও শাহিবাগেও চলছে আইন বিরোধী আন্দোলন। কয়েকদিন আগেই জামিয়া ও শাহিনবাগে গুলি চালানো হয় বিক্ষোভকারীদের উপরে। এই ঘটনাকে নজরে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখতে শাহিন বাগ এবং জামিয়া নগরের দায়িত্ব থেকে সরানো হল ডিসিপি চিন্ময় বিসওয়ালকে।
সেই জায়গায় দায়িত্ব পেলেন অতিরিক্ত ডিসিপি(দক্ষিণ পূর্ব) কুমার গণেশ। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ করা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে আগেই। তাঁর পরেই শাহিনবাগ এলাকায় বিক্ষোপকারীদের উপর গুলি চালানোর ঘটনা ঘটে পর পর দু’দিন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে দিল্লী পুলিশ। তাও পরিস্থিতি আরও খারাপ হতে পারে যে কোন সময়ে।
এই নিয়ে সমালোচনার মধ্যে পড়তে হয় দায়িত্বাধীন ডিসিপি চিন্ময় বিসওয়ালকে। সামনেই বিধানসভার ভোট। আর তাঁর আগেই এই রকম ঘটনায় উত্তপ্ত রাজনৈতীক মহল। তাই ইলেকশান কমিশনারের সিদ্ধান্তে, দায়িত্ব থেকে ডিসিপি-কে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব পেলেন অতিরিক্ত ডিসিপি কুমার গণেশকে। এবং ডিসিপি চিন্ময় বিসওয়ালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
সেই জায়গায় দায়িত্ব পেলেন অতিরিক্ত ডিসিপি(দক্ষিণ পূর্ব) কুমার গণেশ। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ করা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে আগেই। তাঁর পরেই শাহিনবাগ এলাকায় বিক্ষোপকারীদের উপর গুলি চালানোর ঘটনা ঘটে পর পর দু’দিন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে দিল্লী পুলিশ। তাও পরিস্থিতি আরও খারাপ হতে পারে যে কোন সময়ে।

No comments