অবশেষে দিল্লির হিংসা নিয়ে, কলম ধরলেন গুলজার
নজরবন্দি ব্যুরো :এবার দিল্লি নিয়ে বিস্ফোরক গুলজার। তবে অন্যদের মত পথে নেমে তিনি প্রতিবাদ করেননি। তিনি প্রতিবাদ করেছেন কলমের মাধ্যমে। দিল্লিতে বিভিন্ন এলাকাতে যে ভাবে হিংসা ছড়িয়েছে তা নিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ থেকে বিভিন্ন বিশিষ্ট্য ব্যক্তিত্ব পথে নেমেছে প্রতিবাদ করতে।
তবে গুলজারের প্রতিবাদ একটু অন্য রকমের তিনি প্রতিবাদ করেছেন কলমের মাধ্যমে। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা লিখেছেন। এই কবিতায় গুলজার যে কথা তুলে ধরেছেন তা হল হিংসার জন্য একটি ন'বছরের শিশুটিকে মারা হল কেন ,তাঁর কি দোষ। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কবিতার মাধ্যমে। তিনি বলেছেন ,সবাই উত্তরাধিকার সূত্রে ধর্ম পেয়ে থেকে কেউই নিজের ইচ্ছায় ধর্ম বাছে না। তেমনই কেউ কাউর বাবা মা কেও নির্বাচন করেন না। ঠিক তেমনই কেউ দেশ বেছে নিতে পারে না। কিন্তু দিল্লিতে যে নয় বছরের শিশুর মৃত্যু হয়েছে তাঁর কি দোষ। গুলজারের আগে দিল্লির এই ঘটনা নিয়ে মুখ খোলেন জাভেদ আখতার ও।
তবে গুলজারের প্রতিবাদ একটু অন্য রকমের তিনি প্রতিবাদ করেছেন কলমের মাধ্যমে। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা লিখেছেন। এই কবিতায় গুলজার যে কথা তুলে ধরেছেন তা হল হিংসার জন্য একটি ন'বছরের শিশুটিকে মারা হল কেন ,তাঁর কি দোষ। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কবিতার মাধ্যমে। তিনি বলেছেন ,সবাই উত্তরাধিকার সূত্রে ধর্ম পেয়ে থেকে কেউই নিজের ইচ্ছায় ধর্ম বাছে না। তেমনই কেউ কাউর বাবা মা কেও নির্বাচন করেন না। ঠিক তেমনই কেউ দেশ বেছে নিতে পারে না। কিন্তু দিল্লিতে যে নয় বছরের শিশুর মৃত্যু হয়েছে তাঁর কি দোষ। গুলজারের আগে দিল্লির এই ঘটনা নিয়ে মুখ খোলেন জাভেদ আখতার ও।

No comments