Header Ads

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর, চাকরির বয়সসীমা পরিবর্তন করতে চলেছে সরকার।

নজরবন্দি ব্যুরো: এবার চাকরির ক্ষেত্রে ছাড় পেতে পারেন পরীক্ষার্থীরা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের চাকরি প্রার্থীরা বয়সের এই ছাড়ের সুযোগ পেতে পারেন।
সূত্রের খবর, ইতিমধ্যে কর্মচারী মন্ত্রকে বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি পাঠান হয়েছে। সেখানে এসসি-এসটি-ওবিসিদের মতো সাধারণ বিভাগের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে বয়সের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
রাজধানীতে আবার ঝাড়ু ঝড়? দেখে নিন দিল্লি নির্বাচনের চালচিত্র।
এটি কতটা কার্যকর করা হবে, তা কর্মী মন্ত্রকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এনিয়ে দ্রুত কাজ চলছে। কেননা আগামী মাসের মধ্যে ইউপিএসসি-সব একাধিক জায়গায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যাতে শূন্যপদের সংখ্যাও রয়েছে প্রচুর।

এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুক্রবার রাজ্যসভায় উত্থাপন করা হয়েছিল। বিজেপি সাংসদ জিভিএল নরসীমা রাও বিষয়টি উত্থাপন করেছিলেন। এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি করেছিলেন তিনি। তিনি দাবি করেন সরকার সাধারণ শ্রেণির আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সদস্যদের সমাজের মূলস্রোতে সংযুক্ত করার চেষ্টা করছে। আর চাকরির বয়স বাড়ান হলে তারা আরও বাড়তি কিছু সুযোগ-সুবিধা পাবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.