আবারও অনুরাগ-রণবীরের জুটি, রণবীর কাপুর কে দেখা যাবে কিশোর কুমারের ভূমিকায়
নজরবন্দি ব্যুরো :অনুরাগ বসু আর রণবীর কাপুরের জুটি বেশ পুরানো। অনুরাগ বসুর পরিচালনায় রণবীর দুটি ছবিতে অভিনয় করেছেন 'বরফি' আর 'জগ্গা জাসুস'। যদিও বরফি বক্সঅফিসে সুপার হিট হলেও 'জগ্গা জাসুস' কিন্তু বক্সঅফিসে সেই রকমের ব্যবসা করতে পারেনি। কিন্তু আবারো কাজ শুরু করতে চলেছেন অনুরাগ আর রণবীরের জুটি।
এইবার অনুরাগ রণবীর কে কিশোর কুমার বানাতে চলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেন , 'সব লেজেন্ড দের বায়োপিক তৈরী হচ্ছে তাই কিশোর কুমারের বায়োপিক অবশ্যই হবে। আমার আর রণবীরের এই ব্যপার নিয়ে অনেক দিন আগেই কথা হয়ে গেছে। আর এই ছবির জন্য রণবীর আমার প্রথম পছন্দ। কিন্তু সবার আগে আমাকে এই প্রজেক্টের জন্য সময় বার করতে হবে। ' তবে এখন দেখার বিষয় পরিচালক অনুরাগ বসু রণবীর কে নিয়েও কবে থেকে শুরু করেন এই ছবির কাজ। এখন অবশ্য অনুরাগ ব্যাস্ত তাঁর ছবি 'লুডো' নিয়ে। এই ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চন, রাজকুমার রাও ও আদিত্য রায় কাপুরকে।
অন্যদিকে রণবীর ও ব্যস্ত অয়ন মুখ্যেপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে। দেখা যাক দর্শক করে আবার দেখতে পাবে অনুরাগ বসুর ছবিতে রণবীর কাপুর কে কিশোর কুমারের ভূমিকায়।
এইবার অনুরাগ রণবীর কে কিশোর কুমার বানাতে চলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেন , 'সব লেজেন্ড দের বায়োপিক তৈরী হচ্ছে তাই কিশোর কুমারের বায়োপিক অবশ্যই হবে। আমার আর রণবীরের এই ব্যপার নিয়ে অনেক দিন আগেই কথা হয়ে গেছে। আর এই ছবির জন্য রণবীর আমার প্রথম পছন্দ। কিন্তু সবার আগে আমাকে এই প্রজেক্টের জন্য সময় বার করতে হবে। ' তবে এখন দেখার বিষয় পরিচালক অনুরাগ বসু রণবীর কে নিয়েও কবে থেকে শুরু করেন এই ছবির কাজ। এখন অবশ্য অনুরাগ ব্যাস্ত তাঁর ছবি 'লুডো' নিয়ে। এই ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চন, রাজকুমার রাও ও আদিত্য রায় কাপুরকে।

No comments