রাজধানীতে আবার ঝাড়ু ঝড়? দেখে নিন দিল্লি নির্বাচনের চালচিত্র।
নজরবন্দি ব্যুরোঃ ২০১৫-এর মতই দিল্লিতে কি আবার উঠতে চলেছে ঝাড়ু ঝড়? প্রশ্নের উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই। আপাতত সিএএ, শাহিনবাগ, জামিয়া, জেএনইউ আবহেই দিল্লীতে চলছে ভোট গ্রহনের পর্ব।
লড়াই ত্রিমুখী হলেও মুল লড়াই আমআদমি পার্টি বনাম বিজেপির। ৭০ আসনের মধ্যে ২০১৫ সালে কেজরিওইয়ালের আপ ৬৭টি আসন দখল করে উড়িয়ে দিয়েছিল বিজেপি কে। এবার দিল্লিতে লড়াই হচ্ছে, কেজরিওয়াল বনাম বিজেপি-র ফুল টিমের মধ্যে।
প্রায় সব রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেবিনেট মিনিস্টাররা লাগাতার প্রচার করেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে। কিন্তু লাভের লাভ যে তেমন হয়নি তার ইঙ্গিত মিলেছে অপিনিয়ন পোল গুলিতে।
সকালে দিল্লীর বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি সংবাদমাধ্যম কে জানিয়েছেন বিজেপি ৫০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। এটা তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে!
অন্যদিকে দিল্লিতে হেভিওয়েট দের মধ্যে ইতিমধ্যেই অনেকে ভোট দিয়েছেন। যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, মনমোহন সিং, সোনিয়া গান্ধী প্রত্যেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়েছেন লাল কৃষ্ণ আডবানি ও তার মেয়ে।
সকাল ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৬৪%। এখনও পর্যন্ত তেমন অশান্তির খবর নেই।
লড়াই ত্রিমুখী হলেও মুল লড়াই আমআদমি পার্টি বনাম বিজেপির। ৭০ আসনের মধ্যে ২০১৫ সালে কেজরিওইয়ালের আপ ৬৭টি আসন দখল করে উড়িয়ে দিয়েছিল বিজেপি কে। এবার দিল্লিতে লড়াই হচ্ছে, কেজরিওয়াল বনাম বিজেপি-র ফুল টিমের মধ্যে।
প্রায় সব রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেবিনেট মিনিস্টাররা লাগাতার প্রচার করেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে। কিন্তু লাভের লাভ যে তেমন হয়নি তার ইঙ্গিত মিলেছে অপিনিয়ন পোল গুলিতে।
সকালে দিল্লীর বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি সংবাদমাধ্যম কে জানিয়েছেন বিজেপি ৫০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। এটা তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে!
সকাল ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৬৪%। এখনও পর্যন্ত তেমন অশান্তির খবর নেই।




No comments