Header Ads

কড়া নিরাপত্তায় দিল্লিতে শুরু হল বিধানসভা ভোট

নজরবন্দি ব্যুরোঃ রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তার সঙ্গে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। চারিদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে রয়েছে ৭০টি আসন। গতবার ৬৭টি আসনে জয়ী হয়ে সরকার গড়েছিল আম আদমি পার্টি। তবে এবারের ভোটে আপ ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। কেউই এক চুলও জমি ছাড়তে নারাজ। ভোটের আগে প্রচারের ছবি দেখলেই তা স্পষ্ট হয়।
একাধিক ইস্যুকে মাথায় রেখে প্রচারে নেমেছিল দুই দল। আর্সেনিক মুক্ত পানীয় জল, রাজধানীতে বায়ু দূষণ কমান্‌ মহিলাদের নিরাপত্তা বড় ইস্যু এবারের এই ভোটে। আর স্থানিয় এই ইস্যু গুলোকেই প্রচারের কাজে লাগিয়েছিল আপ। অন্যদিকে বিজেপি এই ভোটেও মূল হাতিয়ার হিসাবে সিএএ নিয়ে প্রচারে নেমে ছিল। ভোট শুরু হওয়ার আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে।
প্রায় সব কেন্দ্রেই ভোটদাতারা ডাঁড়িয়ে পড়েছেন লাইনে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। দিল্লির মূল ফোকাস ছিল শাহিনবাগে। সেই শাহিনবাগেই শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। ২০ বছরের মধ্যে দিল্লি বিধানসভা ভোটে জিতে মসনদে বসেনি বিজেপি। আবার গতবারের বিজেতা আপ লোকসভার নিরিখে একটি বিধানসভা কেন্দ্রেও নিজেদের লিড ধরে রাখতে পারেনি। সেই আবহেই শুরু হয়েছে ভোট। তবে দিল্লি বিধানসভা থেকে শেষ হাসি হাসবে কে তার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.