আবারও বিধবা মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ,পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে
নজরবন্দি ব্যুরো :আবার ও এক বৃদ্ধা হলেন ঘর ছাড়া। পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধা মা কে ঘর থেকে বার করে দেওয়ার।বৃদ্ধার নাম বিমলা খান্না। এই ঘটনা ঘটে লেকটাউনের কালিন্দীতে। বৃদ্ধা দমদম ঠগানে দ্বারস্থ হলেও পুলিশ তাঁর অভিযোগ নেননি।
তাঁর ছেলের নাম অর্চিত খান্না আর পুত্রবধূর নাম শ্রেয়া। বৃদ্ধার স্বামী বিমলা খান্না ২০১৮ সালে মারা যান।তাঁর স্বামী ব্যাঙ্কের কর্মী ছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি তাঁর পুত্র আর পুত্রবধূর সাথে থাকেন।
জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার।
তখন থেকেই তাঁর পুত্র আর পুত্রবধূ তাঁর ওপর অত্যাচার করা শুরু করেন।স্থানীয়রা অভিযোগ করলেই তাঁর পুত্র আর পুত্রবধূ থানায় গিয়ে অভিযোগ করতেন।
বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান বৃদ্ধা। শুক্রবার তাকে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ তাঁর পুত্র আর পুত্রবধূর বিরুদ্ধে।
তাঁর ছেলের নাম অর্চিত খান্না আর পুত্রবধূর নাম শ্রেয়া। বৃদ্ধার স্বামী বিমলা খান্না ২০১৮ সালে মারা যান।তাঁর স্বামী ব্যাঙ্কের কর্মী ছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি তাঁর পুত্র আর পুত্রবধূর সাথে থাকেন।
জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার।
তখন থেকেই তাঁর পুত্র আর পুত্রবধূ তাঁর ওপর অত্যাচার করা শুরু করেন।স্থানীয়রা অভিযোগ করলেই তাঁর পুত্র আর পুত্রবধূ থানায় গিয়ে অভিযোগ করতেন।

No comments