নতুন গাড়ির ক্ষেত্রে নয়া নিয়ম আনল রাজ্য, সুবিধা মিলবে মালিকদের
নজরবন্দি ব্যুরোঃ এতদিন ধরে নতুন গাড়ির ক্ষেত্রে উচ্চ-নিরাপত্তার রেজিস্ট্রেশন নম্বর প্লেটের জন্য অতিরিক্ত টাকা দিতে হত গাড়ির মালিককে। তবে এই নিয়মে এবার বদল আনল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। এখন থেকে গাড়ির মালিকদের উচ্চ-নিরাপত্তার রেজিস্ট্রেশন নম্বর প্লেট (এইচএসআরপি) আর নিজেদের করতে হবে না। এইচএসআরপি করতে হবে গাড়ির ডিলারদের।
সেইমতই নতুন গাড়ি কিনলে এইচএসআরপি করে দেওার দায়িত্ব ডিলারের। এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিবহণ দপ্তর। ফেব্রুয়ারি থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা বলে জানিয়েছে পরিবহন দপ্তর। এখন থেকে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করবেন ডিলাররাই। পরে অনুমোদন পেলে তা গাড়ির মালিকদের হাতে তুলে দিতে হবে। তবে এই প্রক্রিয়ার জন্য গাড়ির মালিকদের কোনমতেই দেরি করানো চলবে না বলে জানিয়েছে পরিবহণ দপ্তর।
সেইমতই নতুন গাড়ি কিনলে এইচএসআরপি করে দেওার দায়িত্ব ডিলারের। এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিবহণ দপ্তর। ফেব্রুয়ারি থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা বলে জানিয়েছে পরিবহন দপ্তর। এখন থেকে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করবেন ডিলাররাই। পরে অনুমোদন পেলে তা গাড়ির মালিকদের হাতে তুলে দিতে হবে। তবে এই প্রক্রিয়ার জন্য গাড়ির মালিকদের কোনমতেই দেরি করানো চলবে না বলে জানিয়েছে পরিবহণ দপ্তর।

No comments