দারুন সিদ্ধান্ত কর্তাদের; সুখবর লাল হলুদ শিবিরে।
নজরবন্দি ব্যুরোঃ আইজল ম্যাচের আগে সুখবর লাল হলুদ শিবিরের জন্যে। শুক্রবারের পর আপাতত আর কোন ম্যাচই কল্যাণীতে খেলছে না ইস্টবেঙ্গল। পরের বৃহস্পতিবার থেকেই যুবভারতীতে যাত্রা শুরু হচ্ছে তাঁদের। খেলা হবে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। এখানেই ইস্টবেঙ্গল সাফল্য পায় অন্য একটি দিক থেকে,
রাজ্যের ক্রীড়া দফতর কে ইস্টবেঙ্গল আবেদন জানায় যুবভারতীতে ম্যাচ করানোর জন্যে। যেহেতু শুধু ইস্টবেঙ্গল আবেদন করেছে কোয়েস কে বাদ সিয়ে তাই রাজ্য ক্রীড়া দফতর যুবভারতীর ভাড়া ১৫ লক্ষ টাকা থেকে কমিয়ে করে দিয়েছে মাত্র ১৫ হাজার টাকা! আর ের মধ্যে দিয়েই কার্যত সব ম্যাচ ফিরে এল যুবভারতীতে।
অন্যদিকে কোচ হিসেবে আইজল ম্যাচ থেকে দ্বিতীয় বারের জন্যে যাত্রা শুরু হচ্ছে মারিয়োর।
এদিকে অ্যারোজ ম্যাচে লাল কার্ড দেখার ফলে আইজল ম্যাচে খেলতে পারবেন না মার্কোস। কিন্তু আজ শুরু থেকে খেলবেন ক্রোমা।
সমর্থকদের আশা এদিন শুরুতেই গল করবেন ক্রোমা। অন্যদিকে ক্রোমাও চাইবেন এদিন গোল করে দলে নিজের জায়গা পাকা করতে।
রাজ্যের ক্রীড়া দফতর কে ইস্টবেঙ্গল আবেদন জানায় যুবভারতীতে ম্যাচ করানোর জন্যে। যেহেতু শুধু ইস্টবেঙ্গল আবেদন করেছে কোয়েস কে বাদ সিয়ে তাই রাজ্য ক্রীড়া দফতর যুবভারতীর ভাড়া ১৫ লক্ষ টাকা থেকে কমিয়ে করে দিয়েছে মাত্র ১৫ হাজার টাকা! আর ের মধ্যে দিয়েই কার্যত সব ম্যাচ ফিরে এল যুবভারতীতে।
অন্যদিকে কোচ হিসেবে আইজল ম্যাচ থেকে দ্বিতীয় বারের জন্যে যাত্রা শুরু হচ্ছে মারিয়োর।
সমর্থকদের আশা এদিন শুরুতেই গল করবেন ক্রোমা। অন্যদিকে ক্রোমাও চাইবেন এদিন গোল করে দলে নিজের জায়গা পাকা করতে।

bal hobe..
ReplyDelete