নিয়োগ হয় নি, বিচারবিভাগীয় সচিবকে তলব করল আদালত
নজরবন্দি ব্যুরো:কলকাতা হাইকোর্টের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেনি। যা ঘটল বুধবার। রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে তলব করা হল এজলাসে।
১১ ফেব্রুয়ারি সকালে তলব করা হয়েছে বিচার বিভাগের সচিবকে। নির্ধারিত সময়ে আদালতকক্ষে হাজিরা দেবেন বিচারবিভাগীয় সচিব।
বুধবার এমনই নির্দেশ জারি করেছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।
কেন নজিরবিহীন-ভাবে বিচারবিভাগীয় সচিবকে তলব করল আদালত? এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৩টি ডিসট্রিক্ট জজের পদ দীর্ঘদিন খালি পড়ে আছে। মূলত জুডিশিয়াল সার্ভিস থেকে এবং ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আইনজীবীরা এই পরীক্ষায় বসেন। ডিসট্রিক্ট জজ বলতে অতিরিক্ত জেলা জজের পদকে বোঝান হয়ে থাকে। দীর্ঘদিন এই শূন্যপদ থাকায় মামলা জমছে রাজ্যজুড়ে। একটি পকসো মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আসে মিজানুর রহমান।
দীর্ঘদিন জজ না থাকায় এই নিয়ে মামলা ঝুলছে। কেন জজ নিযুক্ত হয়নি, প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাইকোর্ট জানতে পারে ২৩টি শূন্যপদ পূরণ না হওয়ার কথা। সম্প্রতি ডিভিশন বেঞ্চ রাজ্যের বিচারবিভাগীয় সচিবের কাছে শূন্যপদ পূরণ না হওয়া নিয়ে হলফনামা তলব করে। সেই হলফনামা বুধবার পেশ হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। ২৩ বিচারকের শূন্যপদ পূরণ না করার কারণ হিসেবে হলফনামায় দাবি করা বিচারবিভাগীয় সচিবের যুক্তি ডিভিশন বেঞ্চ গ্রাহ্য করেনি। আর সেই কারণে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বশরীরে হাজিরা নির্দেশ।
কেন নজিরবিহীন-ভাবে বিচারবিভাগীয় সচিবকে তলব করল আদালত? এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৩টি ডিসট্রিক্ট জজের পদ দীর্ঘদিন খালি পড়ে আছে। মূলত জুডিশিয়াল সার্ভিস থেকে এবং ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আইনজীবীরা এই পরীক্ষায় বসেন। ডিসট্রিক্ট জজ বলতে অতিরিক্ত জেলা জজের পদকে বোঝান হয়ে থাকে। দীর্ঘদিন এই শূন্যপদ থাকায় মামলা জমছে রাজ্যজুড়ে। একটি পকসো মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আসে মিজানুর রহমান।

No comments