Header Ads

চিনে আঁটকে পড়া পাক-নাগরিকদের সাহায্য করতে প্রস্তুত ভারত

নজরবন্দি ব্যুরোঃ নভেল করোনা ভাইরাসের জেরে কার্যত শ্মশানের চেহারা নিয়েছে চিনের উহান প্রদেশ। গোটা এলাকাতেই মড়ক লেগেছে। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে চিনে। সার্স মহামারীর চেয়ে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। যে যে দেশের নাগরিকরা চিনে রয়েছেন তাঁদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু মৃত্যুপুরি উহান প্রদেশে এখনও আঁটকে পড়েছেন পাকিস্তানের বহু পড়ুয়া। পাকিস্তান সরকার চিনে থাকা পাকিস্তানি নাগরিকদের এখনই দেশে ফিরিয়ে আনছে না। এরমাঝেই মানবিক বার্তা দিল ভারত সরকার।
যদি পাকিস্তান সরকার অনুমতি দেয় তাহলে চিনে আঁটকে থাকা পাকিস্তানি পড়ুয়া ও নাগরিকদের ফিরিয়ে আনতে পারে ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। তিনি আরও জানিয়েছেন পাকিস্তানকেই ঠিক করতে হবে তারা নিজেদের নাগরিকদের ফেরাতে চায় কি না? ভারতের তরফে ইতিমধ্যে দুটি বিমানে চিনে থাকা দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় বার বিমানে চিন থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদ্বীপ, নেপাল ও বংলাদেশের নাগরিকদেও। একই ভাবে প্রতিবেশী দেশ পাকিস্তানের নাগরিকদেরও চিন থেকে ফিরিয়ে আনার জন্যও প্রস্তুত রয়েছে ভারত।
পাকিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসার কোনও ব্যবস্থা নেই বলে কার্যত স্বীকার করে নিয়েছেন চিনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত নাঘমনা হাসমিন। সম্ভবত সে জন্যই পাকিস্তানিদের চিন থেকে পাকিস্তানে ফিরিয়ে আনা হচ্ছে না। এই পরিস্থিতিতে গভীর সমস্যার মুখে পড়েছেন আঁটকে থাকা নাগরিকরা। তাঁরা এখনও গৃহবন্দী। ঠিকঠাক খাবার দাবারও মিলছেনা উহানে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। উৎকণ্ঠায় প্রহর গুনছেন পাক নাগরিকরা। এমতাবস্থায় ভারত সরকারের মানবিক আবেদনে পাকিস্তান কি সাড়া দেবে, সেটাই এখন দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.