করণ জোহরের সন্তান যশ-রুহি র জন্মদিনে তৈমুরের ড্রাম বাজানোর ভিডিও ভাইরাল
নজরবন্দি ব্যুরো :করণ জোহরের যমজ দুই সন্তান যশ-রুহি দেখতে দেখতে টা বছরে পা দিলেন। আর তাদের জন্মদিনের পার্টিতে ছিল বিপুল আয়োজন। যশ-রুহি র জন্মদিনের পার্টি তৈরী হয়েছিল চাঁদের হাট। তাদের জন্মদিনে উপস্থিত হন তাবড় তাবড় তারকারা।
নিজেদের সন্তানদের নিয়ে এই পার্টিতে হাজির হন তারকারা।পার্টিতে ছিলেন করিনা কাপুর খান, শাহরুখ খান, সোহা আলি খান, আলিয়া ভট্ট প্রমুখরা। আর তাদের সন্তান তৈমুর, ইনায়া, আব্রাম রা ও ছিলেন। ছোট্ট থেকে শিরোনামে থাকা তৈমুর কে দেখা গেল আবার আলাদা মেজাজে। এইবার তৈমুর কে দেখা গেল ড্রাম বাজাতে। আর ইতিমধ্যে তৈমুরের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
এই ছোট বয়সেই তৈমুরের যা ভক্ত সংখ্যা তা চোখে দেখার মত। ছোটদের বড়োরাও তাল মিলিয়ে মজা করেন এই পার্টিতে। তৈমুরের ড্রাম বাজানোর ভিডিও টি দেখতে হলে নিচের লিঙ্কটি তে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8NwEQ5HFTm/?utm_source=ig_embed
নিজেদের সন্তানদের নিয়ে এই পার্টিতে হাজির হন তারকারা।পার্টিতে ছিলেন করিনা কাপুর খান, শাহরুখ খান, সোহা আলি খান, আলিয়া ভট্ট প্রমুখরা। আর তাদের সন্তান তৈমুর, ইনায়া, আব্রাম রা ও ছিলেন। ছোট্ট থেকে শিরোনামে থাকা তৈমুর কে দেখা গেল আবার আলাদা মেজাজে। এইবার তৈমুর কে দেখা গেল ড্রাম বাজাতে। আর ইতিমধ্যে তৈমুরের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
https://www.instagram.com/p/B8NwEQ5HFTm/?utm_source=ig_embed

No comments