Header Ads

শোভন তৃণমূলে না ফিরলে টিকিট পাবেন না ঘনিষ্ঠরা!

নজরবন্দি ব্যুরোঃ সামনেই রাজ্যে পুরভোট। ভোট যুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। পুরভোটকে মাথায় রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে দুই শিবির। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রধান মুখ কে হতে চলেছে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্দরেই। কাউন্সিলর পদের টিকিট কে কে পাচ্ছেন তা নিয়ে কোন স্পষ্ট বিবৃতি দেয় নি তৃণমূল। তবে টিকিট পাওয়ার ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় মূল ফ্যাক্টর হতে চলেছেন। এতদিন ধরেই পুরভোটে তৃনমূলের প্রধান দায়িত্ব সামলাতেন শোভন।
কিন্তু তিনি দলত্যাগী হয়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু পরে ফের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নেওয়ার পর শোভনের ফিরে আসা নিয়ে অনেকটাই আশাবাদী ছিল দল। কিন্তু শোভন এখনও পর্যন্ত কোন দলে আছেন তা স্পষ্ট বলা সম্ভব নয়। ফলত বিপাকে পড়েছেন শোভন ঘনিষ্ঠ কাউন্সিলররা। দলীয় সূত্রে খবর শোভন ঘনিষ্ঠ কাউন্সিলররা শোভনের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়েও নজর রাখছে দল। পুরভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় এবার প্রার্থী নির্বাচনের দায়িত্ব হাতে নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তারউপর একাধিক সংরক্ষিত আসন থাকায় এখনকার কাউন্সিলররাই কি দলের টিকিট পাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রার্থী তালিকা নিয়ে কোন অসন্তোষ বরদাস্ত হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি শোভন ঘনিষ্ঠরা এবারের পুরভোটের টিকিট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন? তৃনমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.