রিল না রিয়েল? বিতর্ক সরিয়ে রাজ্য সরকারের লিখিত ভাষন হুবহু পাঠ করলেন রাজ্যপাল!
নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বাজেট অধিবেশন পর্ব শেষ হয়েছে কয়েকদিন আগেই। আজ ছিল রাজ্যের বাজেট অধিবেশনের। তার আগে গতকালই বাজেটের পুর্ন তালিকা দেখতে চেয়েছিলেন রাজ্যপাল। এর আগে রাজ্যপাল বাজেট অধিবেশনের ভাষণের খসড়ার পরিবর্তনের আর্জি করেছিলেন। যদিও রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল বাজেট গোপন নথি।
তাই বাজেট অধিবেশনের আগে তা রাজ্যপাল কে দেখানো সম্ভব না। বাজেট হল গোপন নথি। বাজেট পেশের আগে তা দেখানো যায় না। এমনকি মন্ত্রী সভাতেও তা দেখানো যায় না। তাই রাজ্যপাললেও তা দেখানো সম্ভব নয়।
এই নিয়ে গতকাল সারাদিন রাজ্য রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে ছিল। তৃণমূল তো বটেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও সমালোচনা করেছিলেন রাজ্যপালের এই অদ্ভুত আবদারের।
আর আজ দেখা গেল অন্য চিত্র! গতকাল এত কাণ্ডের পর আজ সম্পুর্ন অন্য দৃশ্যের সাক্ষী হল রাজ্য।
গতকালই রাজ্যপাল বলেছিলেন রাজ্যমন্ত্রীসভার লিখে দেওয়া বাজেট বিবৃতির সাথে নিজের কিছু বক্তব্য সংযোগ করবেন তিনি। কিন্তু এদিন আসল সময়ে নিজের অবস্থান থেকে সরে গেলেন তিনি। আজ রাজ্যপাল প্রায় ২৫ পাতা বাজেট বক্তৃতা হুবহু পাঠ করলেন যা অনুমোদিত হয়েছিল রাজ্য মন্ত্রীসভায়! এমনকি CAA বিরোধিতায় রাজ্য সরকারের অবস্থানও ভাষণে পাঠ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
প্রশ্ন উঠছে রাজ্যপাল আর রাজ্যের সংঘাত কি শুধুই লোক দেখানো?
তাই বাজেট অধিবেশনের আগে তা রাজ্যপাল কে দেখানো সম্ভব না। বাজেট হল গোপন নথি। বাজেট পেশের আগে তা দেখানো যায় না। এমনকি মন্ত্রী সভাতেও তা দেখানো যায় না। তাই রাজ্যপাললেও তা দেখানো সম্ভব নয়।
এই নিয়ে গতকাল সারাদিন রাজ্য রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে ছিল। তৃণমূল তো বটেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও সমালোচনা করেছিলেন রাজ্যপালের এই অদ্ভুত আবদারের।
গতকালই রাজ্যপাল বলেছিলেন রাজ্যমন্ত্রীসভার লিখে দেওয়া বাজেট বিবৃতির সাথে নিজের কিছু বক্তব্য সংযোগ করবেন তিনি। কিন্তু এদিন আসল সময়ে নিজের অবস্থান থেকে সরে গেলেন তিনি। আজ রাজ্যপাল প্রায় ২৫ পাতা বাজেট বক্তৃতা হুবহু পাঠ করলেন যা অনুমোদিত হয়েছিল রাজ্য মন্ত্রীসভায়! এমনকি CAA বিরোধিতায় রাজ্য সরকারের অবস্থানও ভাষণে পাঠ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
প্রশ্ন উঠছে রাজ্যপাল আর রাজ্যের সংঘাত কি শুধুই লোক দেখানো?

No comments