Header Ads

প্রেসিডেন্সিতে অব্যহত আন্দোলন,গুরুতর অসুস্থ এক পড়ুয়া

নজরবন্দি ব্যুরো : লাগাতার আন্দোলনে থাকার কারনে অসুস্থ হয়ে পড়েন প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী এক পড়ুয়া। পড়ুয়ার নাম আকাশ ইকবাল হাসান অসুস্থতার কারণে এই মুহূর্তে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। আকাশের বাড়ি বসিরহাটের বাদুড়িয়ায়।

বায়োলজি থার্ড ইয়ারের ছাত্র আকাশ। বেশ দিন ধরেই বিভিন্ন দাবিতে উপাচার্যের ঘরের সামনে আন্দলন চালাচ্ছেন পড়ুয়ারা। তাদের মধ্যে আকাশ ও ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ে আকাশ। এবং তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান ,ঠিকঠাক খোওয়া দাওয়া না করার জন্যই আকাশের রক্তচাপ কমে গেছে। যদিও সেই রাতে আকাশের প্রাথমিক চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের কারণ হল পড়ুয়াদের একাধিক দাবি।
তাদের দাবি , ছাত্রদের এখনো হোস্টেলের কয়েকটি ফ্লোর ফেরত দেওয়া হয়নি। হিন্দু হোস্টেলের ৩,৪,৫ নম্বর ওয়ার্ড পড়ুয়াদের ফেরত দিতে হবে। এছাড়া তাঁদের হোস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়াই এস বাবুর নাম রয়েছে একাধিক যৌন হেনস্থার ঘটনা। তাদের দাবী তাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও পড়ুয়াদের রয়েছে একাধিক দাবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.