Header Ads

পুরভোটে বিজেপির ১৮ সাংসদের উপর মূল দায়িত্ব দিল কেন্দ্রীয় নেতৃত্ব

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় কড়া নাড়ছে পুরভোট। সব রাজনৈতিক দলই নিজেদের শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে ভোট যুদ্ধ। আর আগেই লোকসভা ভোটে ১৮টি আসনে জিতে অনেকটাই অক্সিজেন পেয়েছিল বিজেপি। বিজেপির আসল টার্গেট একুশের বিধানসভা নির্বাচন হলেও তার আগে আপতত এই পুরসভা ভোটে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে বিজেপি।
 তৃণমূল বিরোধী ভোটকে কাজে লাগিয়ে বঙ্গে ভিত মজবুত করছিল বিজেপি। কিন্তু তারমাঝেই কেন্দ্রের বিজেপি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন চালুর ঘোষণার পর থেকেই বাংলায় কিছুটা হলেও ব্যকফুটে চলে যায় বিজেপি। সেই পরিস্থিতি বদলে দিয়ে পুরভোটে আবার ঝাঁপাতে চাইছে বিজেপি। বিরোধীরা যখন সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে তখনই সিএএ নিয়েই নিজেদের প্রচারে নেমে পড়েছে বিজেপি।
আর এবারের পুরভোট যুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার ১৮ বিজেপি সাংসদকে। যুদ্ধের নেতৃত্ব দেবেন 'চানক্য' মুকুল রায়। তাঁর নেতৃত্বে একটি ৫৭ সদস্যের একটি টিম তৈরি হচ্ছে। ১৮ বিজেপি সাংসদের পাশাপাশি ১০ বিজেপি বিধায়ককেও রাখা হবে এই টিমে। চটজলদি টিমের সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছেন মুকুল রায়। দলের কেন্দ্রীয় নেতৃত্বে এই ভোটে মুকুলকে সামনে রেখে ১৮ সাংসদের উপর দায়িত্ব দিতে চাইছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.