Header Ads

'২১ নির্বাচনে ভোটে লড়বেন; জঙ্গলমহলে বিজেপি ঠেকাতে মমতার দাওয়াই ছত্রধর! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ আজও জঙ্গল মহলে তাঁর জনপ্রিয়তা রয়েছে ঠিক আগের মতই যেমনটি ছিল ১১ বছর আগেও।  প্রায় এক দশক পরে আবার লালগড়ে ফিরেছেন তিনি। জেল থেকে ফেরার দিন লোধাশুলি, ঝাড়গ্রাম, বেতকুন্দ্রী, দহিজুড়ি সহ একাধিক যায়গায় ছত্রধরের গাড়িকে দাঁড় করায় উৎসুক আবাল বৃদ্ধ বনিতা। অনেকে সেলফি তোলেন ছত্রধরের সাথে, গলায় পরিয়ে দেন ফুলের মালা। চারশো বাইকের মিছিল হয় ছত্রধর কে মধ্যমণি করে। তৃনমূলের স্থানীয় ব্লক সভাপতি সারাক্ষন ছিলেন ছত্রধরের সাথে।
রাজনৈতিক মহলে জ্বল্পনা রয়েছে ছত্রধর যোগ দেবেন তৃণমূলে, আর সেই জ্বল্পনা এবার সত্যি হতে চলেছে। জেল থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, "জঙ্গলমহল নিয়ে আমি যা স্বপ্ন দেখেছি দিদিও তাই চান তাই দিদির আর আমার পথ এক। বাম জামানা আর নেই। এখন রাজ্যে দিদির সরকার। জঙ্গলমহলে অনেক কাজ দিদি করেছেন, আরও কাজ বাকি আছে। সেই সমস্ত কাজ করতে হবে জঙ্গলমহলের মানুষদের সাথে নিয়েই।"
 প্রসঙ্গত, লালগড়ে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এবং মাওবাদী তকমায় যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়েছিলেন ছত্রধর। সেই সময়ে চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাছাড়াও আরও বেশ কিছু মামলা ছিল তাঁর নামে। প্রায় ১১ বছর জেলে থাকার পর মুক্তি পান ছত্রধর মাহাত।
গতকাল, সস্ত্রীক শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ছত্রধর।
 ঝুমুর মেলার উদ্বোধনে ঝাড়গ্রামে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই সস্ত্রীক তার সাথে দেখা করে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন তিনি।
পার্থবাবু এবং ছত্রধর দুজনেই জানিয়েছেন সাক্ষাতকারটি নিতান্তই সৌজন্যমূলক। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আন্দোলন করতে এখানে আসতাম তখনও ওর সঙ্গে দেখা হতো। কেমন আছে খোঁজখবর নিলাম তাছাড়া আমাদের পরিবারেরই ও একজন।"
ছত্রধর জানিয়েছেন, সৌজন্য সাক্ষাতকারের জন্যেই তিনি পার্থ বাবুর সাথে দেখা করতে এসেছিলেন, এবার মানুষের পাশে থেকে কাজ করতে চান।
সূত্রের খবর ছত্রধর যোগ দিতে চলেছেন তৃণমূলে ; শুধু তাই নয় জঙ্গলমহলের মানুষের প্রতিনিধি হিসেবে তাকে বিধানসভায় দেখাও যেতে পারে। সূত্র জানাচ্ছে ২০২১ নির্বাচনে লড়বেন তিনি এবং পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব পাবেন জয়ী হলে।
উল্লেখ্য, জঙ্গলমহলে সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সময় বিজেপির উত্থান ঘটেছে বেশ দ্রুতহারে সেটারই দাওয়াই ছত্রধর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.