Header Ads

বিধানসভার অধিবেশনের শেষ দিনেও আনা হল না শিক্ষা সংক্রান্ত বিল!

নজরবন্দি ব্যুরো: এদিন রাজ্য বিধানসভায় শেষ হল ২০২০ সালের বাজেট অধিবেশন। অনেকের প্রত্যাশা ছিল এদিন আনা হতে পারে শিক্ষা সংক্রান্ত বিল। কিন্তু আনা হল না শিক্ষা সংক্রান্ত কোনও বিল।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাজিরা-সহ কিছু কড়াকড়ির বিধান এনে তৈরি হয়েছে 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল-জ অ্যাক্ট, ২০২০'। বিধানসভার চলতি অধিবেশনেই এই বিলটি পেশ করার পরিকল্পনা ছিল সরকারের। যা নিয়ে আলোচনা শুরু হয়েছিল তৃণমূলের অন্দরে।
বেশিরভাগ সময় বাজেট অধিবেশনে অন্য কোনও বিষয়ের বিল আসে না। কিন্তু বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলটি বাজেট অধিবেশনের শেষ দিনে পেশ করে এক ঘণ্টা আলোচনা হবে বলে আগে থেকে ঠিক করা হয়। সেইমতো তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর সহ আরও কয়েকজন বিধায়ককে বিষয়টি নিয়ে বলার জন্য তৈরি থাকতে বলাও হয়েছিল।
এই প্রসঙ্গে শনিবার বিধানসভার বিএ কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিধানসভা শনিবার বন্ধ হওয়া পর্যন্ত বিধায়কদের কাছে ওই বিলের কপি পৌঁছায়নি বলে অভিযোগ। শেষমেশ জানিয়ে দেওয়া হয়েছে, বিলটি সোমবার আনা হচ্ছে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.