শাহিনবাগ সমস্যা মেটাতে 'মধ্যস্থতাকারী' নিয়োগ করল শীর্ষ আদালত
নজরবন্দি ব্যুরোঃ সিএএ-এর প্রতিবাদে দিল্লির শাহীনবাগ জুড়ে অব্যাহত আন্দোলন। আর সেই আন্দোলন নিয়ে আগেই একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। তার মাঝেই দিল্লির সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল বিরোধী মত প্রকাশের অধিকার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জানাতেই পারেন যেকোনো নাগরিক। তবে শাহীনবাগ আন্দোলনের জেরে দিল্লির রাজপথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বেশকিছু আইনজীবী। তারই শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল রাস্তা অবরোধ করে বিক্ষোভের বিপক্ষে রয়েছে আদালত।
এই আন্দোলনের মধ্যস্থতাকারী প্রয়োজন। তাই আদালত আইনজীবী হেগড়েকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দিয়েছে আদালত। আন্দোলনের জেরে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে পথচারীরা। এই বিষয়ের শুনানিতে বিচারপতি এসকে কল এবং বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন একটি বেঞ্চ মধ্যস্থতাকারীর দায়িত্ব দিলেন। তবে বেশকিছু আইনজীবী আদালতে জানান অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরী পরিষেবা ব্যাহত হচ্ছে এই আন্দোলনের জেরে। কিন্তু আন্দোলনকারীদের আইনজীবী জানিয়েছেন জরুরি ব্যবস্থা জন্য সব সময় খোলা থাকে।
আন্দোলনের জেরে রাস্তার স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে না। পাল্টা আইনজীবীরা দাবি করেন বিক্ষোভকারীদের শাহীনবাগ থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিক্ষোভকারীদের আইনজীবী সাফ জানিয়েছেন কোনভাবেই কোন জরুরী পরিষেবা আন্দোলনের জন্য ব্যাহত হচ্ছে না। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে এবার আন্দোলনকারীদের মধ্যস্থতার জন্য হেগড়ে কে দায়িত্ব দিল শীর্ষ আদালত।
এই আন্দোলনের মধ্যস্থতাকারী প্রয়োজন। তাই আদালত আইনজীবী হেগড়েকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দিয়েছে আদালত। আন্দোলনের জেরে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে পথচারীরা। এই বিষয়ের শুনানিতে বিচারপতি এসকে কল এবং বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন একটি বেঞ্চ মধ্যস্থতাকারীর দায়িত্ব দিলেন। তবে বেশকিছু আইনজীবী আদালতে জানান অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরী পরিষেবা ব্যাহত হচ্ছে এই আন্দোলনের জেরে। কিন্তু আন্দোলনকারীদের আইনজীবী জানিয়েছেন জরুরি ব্যবস্থা জন্য সব সময় খোলা থাকে।
No comments