Header Ads

করোনা আক্রান্ত জাহাজে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে রওনা দিল চার্টার্ড বিমান

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস আক্রান্ত প্রমোদ তরী’ ডায়মন্ড প্রিন্সেস’-এ আটকে পড়া ভারতীয়দের মধ্যে ১৪ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। জাহাজটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছিল আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এবার দিল্লি থেকে একটি চার্টার্ড বিমান জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে এই চার্টার্ড বিমান। তবে আক্রান্ত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আক্রান্তদের আইসোলেশন চলছে। তবে দুদিনের মধ্যে জাহাজে আক্রান্তদের নিয়ে রিপোর্ট দেওয়া হবে ভারতীয় দূতাবাসে। সেই রিপোর্ট হাতে এলেই তবে ভারতীয় চার্টার্ড বিমানটি জাহাজে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে।
প্রসঙ্গত জাহাজে আঁটকে রয়েছেন যাত্রীরা। জাহাজ ভিড়তে দেওয়া হচ্ছে না বন্দরে। জাহাজের নাবিক থেকে শুরু করে যাত্রীরা উৎকণ্ঠায় প্রহর গুনছেন। কিন্তু কেন তাঁদেরকে নামতে দেওয়া হল না? কারণ একটাই করোনা ভাইরাসের দাপোট। আর এই জাহাজে আঁটকে পড়া মানুষজনের মধ্যে হুহু করে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর এই অবস্থাতেও জাহাজে থাকা যাত্রীরা উৎকণ্ঠায় প্রহর গুনছেন। জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 'ডায়মন্ড প্রিন্সেস’ নামে একটি ক্রুজ শিপ। জাহাজটিতে যাত্রী রয়েছেন ২,৬৬৬ জন। এঁদের মধ্যে ১৬০ জন ভারতীয়।
ক্রু মেম্বাররা রয়েছে ১,০৪৫ জন। ৪ ফেব্রুয়ারি জাহাজের মধ্যে এক হংকংয়ের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। যাত্রীদের মধ্যে ৫ জন বাঙালি রয়েছেন। আগেই ৬১ জনের দেহে করোনা মিলেছে। কোয়ারেন্টাইন করা হয়েছে তাঁদেরকে। নতুন করে আরও ৩২ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৫০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে এখনও পর্যন্ত তাঁদের উদ্ধার করতে কোন জাহাজই এগিয়ে আসেনি। জাহাজে নিজেদের কক্ষের মধ্যে আঁটকে রয়েছেন যাত্রীরা। আইসোলেশন ওয়ার্ড না থাকায় কার্যত মৃত্যুর মুখমুখি যাত্রীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.