এনআরসি বিরোধী প্রস্তাব পাশ বিহার বিধানসভায়
নজরবন্দি ব্যুরোঃ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)র বিরুদ্ধে প্রস্তাব পাশ হল বিহার বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পাস করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার(এনপিআর) নিয়ে আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের মুলতবির পাল্টা দেন নিতিশ কুমার।
তিনি স্পষ্ট জানিয়ে দেন ২০১০ সালের পদ্ধতি মেনেই এনপিআর লাগু করতে হবে বিহারে। বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁদের সুবিধা মতই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে হবে। এমনটা কেন্দ্রকেও জানিয়ে দেওয়া হয়েছে। দু সপ্তাহ আগে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিহারে কোন এনআরসি লাগু হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি আরও জানান লালুপ্রসাদ যাদব একসময়ে সিএএ কমিটিতে ছিলেন। সেই কাগজপত্র দেখেছেন নিতিশ কুমার। ২০১০ সালের সেই নিয়ম মেনে এনপিআর চালু করা হবে রাজ্যে। কিন্তু এনআরসি ‘নৈব নৈব চ’। ইতিমধ্যেই বিহারের এনবপিআরের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ই মে থেকে রাজ্যে এনপিআর প্রক্রিয়া চালু হওয়ার কথা রয়েছে৷
তিনি স্পষ্ট জানিয়ে দেন ২০১০ সালের পদ্ধতি মেনেই এনপিআর লাগু করতে হবে বিহারে। বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁদের সুবিধা মতই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে হবে। এমনটা কেন্দ্রকেও জানিয়ে দেওয়া হয়েছে। দু সপ্তাহ আগে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিহারে কোন এনআরসি লাগু হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

No comments