শিক্ষা দফতরের অনুমতি পেলে তবেই শিক্ষক নিয়োগ! জারি নির্দেশিকা
নজরবন্দি ব্যুরো: স্কুল শিক্ষা দফতরের অনুমতি নেওয়া হয় নি বলে অভিযোগ। অনুমতি ছাড়াই স্কুলের কম্পিউটার শিক্ষকদের কম্পিউটার লিটারেসি ট্রেনিং পোগ্রামের কাজে যুক্ত করা হয়েছে।
এবার এই রকমের অনিয়ম করার অভিযোগে সরকারি স্কুলগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য শিক্ষা দফতর।
স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করতে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, স্কুল শিক্ষা দফতরের অনুমতি ছাড়া কম্পিউটার সংস্থাগুলি থেকে রাজ্য সরকারের আওতাধীন স্কুলগুলিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের কোনও কম্পিউটার স্বাক্ষরতা প্রকল্পের কাজে যুক্ত করতে পারবে না।
অপরদিকে, রাজ্যের স্কুলের পড়ুয়াদের কম্পিউটারে জ্ঞান বাড়াতে চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগের পরিকল্পনা আগেই নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শিক্ষা দফতর এই নিয়োগের প্রস্তাব খতিয়ে দেখবে। ওই পদে কোন পদ্ধতিতে নিয়োগ হবে তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এবার এই রকমের অনিয়ম করার অভিযোগে সরকারি স্কুলগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য শিক্ষা দফতর।
স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করতে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, স্কুল শিক্ষা দফতরের অনুমতি ছাড়া কম্পিউটার সংস্থাগুলি থেকে রাজ্য সরকারের আওতাধীন স্কুলগুলিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের কোনও কম্পিউটার স্বাক্ষরতা প্রকল্পের কাজে যুক্ত করতে পারবে না।

No comments