Header Ads

চেয়ারম্যানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, থাকবেন দল-নেত্রী

নজরবন্দি ব্যুরো: সামনের পুরসভার নির্বাচন। এই নির্বাচনের ঠিক আগেই সমস্ত পুর চেয়ারম্যানদের নিয়ে বিশেষ বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।
আগামী ২০ ফেব্রুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুব্রত গুপ্তর স্বাক্ষর করা আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে। ওইদিন সকাল ১০ থেকে শুরু হবে ওই গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে সভাপতিত্ব করবেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও থাকবেন বলেও তৃণমূল সূত্রে খবর। যদিও নগরোন্নয়ন দফতর থেকে এটিকে রুটিন বৈঠক বলা জানান হয়েছে। তবে রাজ্যজুড়ে আসন্ন পুরভোটের আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ। রাজ্যে বিজেপি সহ অন্যান্য বিরোধীদের মোকাবিলার ক্ষেত্রে উন্নয়নকেই হাতিয়ার করতে চান তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে পুর ভোটে রাজনৈতিক ইস্যুর থেকেও জনগণের সামনে তুলে ধরা হতে পারে উন্নয়ন। আর তাই ভোটের আগে পুরসভার উন্নয়নের খতিয়ান নিতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.