Header Ads

অমিত-মমতা বৈঠক, নজর থাকবে গোটা দেশের

নজরবন্দি ব্যুরো: দু-জনের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়। এটা মোটামুটি সবাই জানে। এবার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন অমিত শাহ। আগামী ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে হবে ওই বৈঠক।
বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলের ৫টি রাজ্যকে নিয়ে বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিম নিয়ে ৫ রাজ্যকে নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা সেই উপস্থিত থাকবেন বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এর আগে ২০১৮ সালে নবান্নতে এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সিএএ ও এনআরসি-র বিরোধিতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। কোনওভাবেই বাংলায় সিএএ চালু করতে দেবে না বলে একাধিক বার হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী। এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নজর থাকবে গোটা দেশের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.