'দিদিকে বলো'-র ধাঁচে এবার বিজেপির টোল ফ্রি নম্বর, জানানো যাবে অভিযোগ
নজরবন্দি ব্যুরোঃ 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। নির্দিষ্ট নম্বরে ফোন করে অভাব-অভিযোগ জানিয়েছেন বহু মানুষ। সুরাহাও হয়েছে অনেকের। আর এবার পুরসভা ভোটের আগে তেমনই একটি টোল ফ্রি নম্বর চালু করতে চলেছে রাজ্য বিজেপি। শীঘ্রই ওই নম্বরের ঘোষণা করা হবে। এই নম্বরে কি হবে? বিজেপি সুত্রে খবর বিভিন্ন পুরসভার কাজকর্ম ,পরিষেবার অভাব এবং দুর্নীতি ওই নম্বরে জানাতে পারবে জনগণ।
রাজ্য বিজেপি আশা করছে এতে ভালোই সারা পাওয়া যাবে । প্রসঙ্গত আসন্ন পুরভোটের জন্য ৫৭ জনের কমিটি গঠন করেছে বিজেপি। ওই কমিটির নেতৃত্ব থাকছে মুকুল রায়ের হাতে। তাঁকেই করা হয়েছে আহ্বায়ক। মুকুলের ডেপুটি হয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং।
রাজ্য বিজেপি আশা করছে এতে ভালোই সারা পাওয়া যাবে । প্রসঙ্গত আসন্ন পুরভোটের জন্য ৫৭ জনের কমিটি গঠন করেছে বিজেপি। ওই কমিটির নেতৃত্ব থাকছে মুকুল রায়ের হাতে। তাঁকেই করা হয়েছে আহ্বায়ক। মুকুলের ডেপুটি হয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং।

No comments