ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে ভোডাফোন ও আইডিয়া!
নজরবন্দি ব্যুরোঃ ভোডাফোন ও আইডিয়া এই দুই টেলিকম কোম্পানিকে ভৎসনা করে সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বকেয়া মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ। তার আগেই বকেয়া মিটিয়ে দেওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের জেরে কার্যত বড়সড় বিপদের সম্মুখীন ভোডাফোন ও আইডিয়া। পরিস্থিতির চাপে দেশের দুটি বড় টেলিকম কোম্পানি বন্ধের পথে হাঁটতে পারে।
আইডিয়ার তরফে জানানো হয়েছিল যে সরকারি সাহায্য না পেলে কোম্পানি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। এবার বোধায় সেই আশঙ্কাই সত্যি হতে চলল।
ভোডাফোন ও আইডিয়া ৫৩ হাজার কোটি টাকার বকেয়া ছিল৷ সূত্রের খবর শেষবারের হিসাবে অনুযায়ী ৬৪৩৯ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই দুই টেলিকম কোম্পানি৷ ফলত হুহু করে কমছে কোম্পানি দুটির শেয়ার।

No comments