আজ রবিবার রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।
নজরবন্দি ব্যুরোঃ রবিবার তৃতীবারের জন্য দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিধায়কদের নিয়ে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই এবং কৈলাশ গেহলট। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে বিপুল ভোট জয় লাভ করে ফের দিল্লির মসনদে বসতে চলেছে আপ।এই রামলীলা ময়দানের লোকপাল বিলের আন্দোলনের মঞ্চ থেকেই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।
সূত্রের খবর প্রায় ১ লাখ লোক ধরে এই ময়দানে। আর সেই কারণেই রামলীলা ময়দানকে বেছে নিয়েছেন কেজরিওয়াল । তাঁর ইচ্ছে দিল্লি বাসীকে সাক্ষী রেখেই ফের মুখ্যমন্ত্রী আসিন হবেন ।শপথের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কেজরিওয়াল যেখানে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঠিক করবেন।

No comments