খেলা ঘুরছে? তৃণমূল ভেঙে সিপিআইএমে যোগ দেওয়ার হিড়িক আমডাঙায়।
নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১০০ টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ যোগ দিয়েছে। আমডাঙার বেড়াবেড়ি পঞ্চায়েতের আটঘরা গ্রামের প্রায় ১০০ টি পরিবার জোড়া ফুল ছেড়ে বামেদের খাতায় নাম লেখিয়েছেন। তাঁদের সকলের অভিযোগ, তৃণমূল সিএএ ও এনআরসি নিয়ে দ্বিচারিতা করছে, এবং দলটা দুর্নীতিগ্রস্থ। আমডাঙা এলাকার সিপিএম নেতা আহমেদ আলি খান এবং গার্গি চট্টোপাধ্যায় যোগদানকারীদের স্বাগত জানিয়েছেন।
এর আগে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আমডাঙার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার সিপিএম-এর সময়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন, দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতি চলছে সাথে রাজনীতির বিভাজন , এই পরিস্থিতিকে এক মাত্র কংগ্রেসই আটকাতে পারে। কংগ্রেসই পারবে এর বিরুদ্ধে লড়াই করতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ আমডাঙায় নির্বাচনী প্রচারে বলেছিলেন, সিপিএম এবং কংগ্রেস তাদের সাইনবোর্ড বিজেপিকে দিয়ে দিয়েছেন। তাঁদের কাছে প্রমাণ আছে বলেও জানিয়েছেন মমতা। এবার পুরভোটের আগে বনগাঁর জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিরোধী দল গুলোর উদ্দেশ্যে বলেন, সিপিএম-কংগ্রেস দিনে অন্য দল হলেও, রাতে এরা বিজেপি। এরা বিজেপির হাত শক্ত করছে। দিদির এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই জ্যোতিপ্রিয়র জেলায় সিপিএম-এ যোগ দিল ১০০ টি পরিবার।
এর আগে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আমডাঙার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার সিপিএম-এর সময়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন, দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতি চলছে সাথে রাজনীতির বিভাজন , এই পরিস্থিতিকে এক মাত্র কংগ্রেসই আটকাতে পারে। কংগ্রেসই পারবে এর বিরুদ্ধে লড়াই করতে।
No comments