কালকের পর ফের আজ বিস্ফোরণের কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর।
নজরবন্দি ব্যুরোঃ বুধবারের পর আবারও বৃহস্পতিবার। পর পর দু দিন উপত্যকায় সন্ত্রাস ছড়াল জঙ্গিরা। এদিন সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এদিন সকালে শ্রীনগরের পুলিস স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। উল্লেখ্য গত কাল সকালে শ্রীনগরের ঠিক বাইরে শেলটাং এলাকাতে সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছিলেন।
তখনই সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। এরপর কিছুটা হচকিত হয়ে যাওয়া সেনা নিজেদের সামলে প্রত্যুত্তর দেওয়া শুরু করে। আর সেই গুলিতেই দুই জঙ্গি খতম হয়। বাকিরা পালিয়ে যায়। এর পর ফের আজ এই বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালাছে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনা।
তখনই সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। এরপর কিছুটা হচকিত হয়ে যাওয়া সেনা নিজেদের সামলে প্রত্যুত্তর দেওয়া শুরু করে। আর সেই গুলিতেই দুই জঙ্গি খতম হয়। বাকিরা পালিয়ে যায়। এর পর ফের আজ এই বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালাছে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনা।
No comments