Header Ads

পেরিয়ে গেল ম্যাজিক ফিগার; কেজরির ঝাড়ু ঝড়ে রাজধানীতে সাফ বিজেপি! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ২০১৫-এর মত না হলেও দিল্লিতে  আবার ঝাড়ু ঝড়। সিএএ, শাহিনবাগ, জামিয়া, জেএনইউ আবহেই দিল্লীতে চলেছে ভোট গ্রহনের পর্ব। লড়াই ত্রিমুখী হলেও মুল লড়াই আম আদমি পার্টি বনাম বিজেপির।
৭০ আসনের মধ্যে ২০১৫ সালে কেজরিওয়ালের আপ ৬৭টি আসন দখল করে উড়িয়ে দিয়েছিল বিজেপি কে। এবার দিল্লিতে লড়াই হচ্ছে, কেজরিওয়াল বনাম বিজেপি-র ফুল টিমের মধ্যে। প্রায় সব রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেবিনেট মিনিস্টাররা লাগাতার প্রচার করেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে। কিন্তু লাভের লাভ যে তেমন হয়নি তার ইঙ্গিত মিলেছে এক্সিট পোল গুলিতে।  দিল্লীর বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি সংবাদমাধ্যম কে জানিয়েছিলেন বিজেপি ৫০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। এটা তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে!
অন্যদিকে ভোট গ্রহন শেষ হওয়ার সাথে সাথেই সব এক্সিট পোলই ইঙ্গিত দিয়েছিল ক্ষমতায় ফিরছে কেজরিওয়ালের আপ।
সেই ইঙ্গিত কতটা সত্যি তার প্রমান মিলছে আজ ভোট গননার দিনের সকাল থেকেই। এখন পর্যন্ত ৭০ টির মধ্যে ৭০ টি আসনের ট্রেণ্ডই সামনে এসেছে। কংগ্রেস ০০, বিজেপি ১৮ এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৫২ টি আসনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.