Header Ads

শেষ মোদি ম্যাজিক? কয়েক মাসের ব্যাবধানে জেতা ৪৭ টি আসনে হার বিজেপির! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক মাসের ব্যাবধান, শিথিল হয়ে গেল মোদি ঝড়। ২০১৯ সালে ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে দেশজুড়ে ঝড় তুলেছিল গেরুয়া শিবির। ২০১৪ সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। ঝোড়ো হাওয়ার প্রকোপ এড়াতে পারেনি এ রাজ্যও। একলাফে ২ থেকে আঠারো! ১৪৭ টি বিধানসভা আসনে লিড। বিজেপি নেতৃত্ব ভেবে নিলেন বাংলার ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকের এমন অবস্থা পারলে মন্ত্রীসভা সাজিয়ে ফেলেন। এরপর রাজ্যে ৩ টি উপনির্বাচন হয়। তিনটের ৩ টি তেই মুখ থুবড়ে পড়ে পদ্ম শিবির, জেতে তৃণমূল। দিলীপ ঘোষ সদর্পে সভায় সভায় বলতে থাকেন ৩ টে উপনির্বাচনে জিতেছে এটা কোন ব্যাপার নয়, ২০২১ এ রাজ্যের ক্ষমতায় বিজেপি আসছেই। এর পরেই ঘটমান বর্তমান হল দিল্লির বিধানসভা নির্বাচন। লোকসভায় দিল্লিতে ৭ টি আসনের সাতটিতেই জিতেছিল বিজেপি। ৭০ টি আসনের বিধানসভায় এগিয়ে ছিল ৬৫ টি আসনে। কংগ্রেস ৫! আপ ০!মোদি সমর্থকরা ভেবেই নিয়েছিলেন ২০২০ বিধানসভা নির্বাচনে ঝড়ে উড়ে যাবে ঝাড়ু, কিন্তু মাত্র কয়েক মাসেই মোদি ঝড় এভাবে মুখ থুবড়ে পড়বে তা বোধহয় আশা করেননি কেউ। যদিও অনেকে বলবেন বিধানসভা আর লোকসভা নির্বাচন এক নয় কিন্তু তবুও এটা মানতে হবেই দিনের শেষে ভোট দেন জনতা। আর সাম্প্রতিক লোকসভার হিসেবে দেখলে বিজেপি জেতা ৬৫ আসনের মধ্যে হারাতে চলেছে আপাতত চলা ট্রেণ্ড অনুযায়ী প্রায় ৪৭ টি আসন! অর্থাৎ লোকসভায় জেতা ৬৫ টি আসনের মধ্যে বিজেপি হারাতে চলেছে ৪৭ টি আসন! কংগ্রেস ৫ টির মধ্যে ৫টিই! সম্ভবত আজকের দিনে এই খবর কেউ সামনে আনবে না। সবাই দেখানোর চেষ্টা করবে ২০১৫ সালে পাওয়া ৬৭ আসনের মধ্যে আপ ২০২০ তে কটি পেল!এখন পর্যন্ত ৭০ টির মধ্যে ৭০ টি আসনের ট্রেণ্ডই সামনে এসেছে। কংগ্রেস ০০, বিজেপি ১৮ এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৫২ টি আসনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.