Header Ads

সাইবার হামলার শিকার ইরান ,অভিযোগ আমেরিকার বিরুদ্ধে

নজরবন্দি ব্যুরো :এইবার ইরান হল বড়সড় সাইবার ক্রাইমের শিকার। তাঁদের এই হামলায় বন্ধ হয়ে গেছে ২৫ শতাংশের ও বেশি জায়গার ইন্টারনেট ব্যবস্থা।

এই সাইবার ক্রাইমেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের তেহরান। ইরানের এতো বড়ো ক্ষতি করার চেষ্টা করেছে ভাড়াটে হ্যাকাররা। কিন্তু এই ক্রাইম বাড়ার আগেই রুখে দাঁড়ানো হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে বেশ অনেকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে।প্রথমে মিসাইল হামলাকে তারপর ভাড়াটে হ্যাকার দিয়ে ইরানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নির্ভর সমস্ত রকম হামলা ঘটিয়েছে এই রূপ অভিযোগ করেন ইরান। কোন দেশ যদি ওপর কোন দেশে সাইবার চালাতে সফল হয় তাহলে খুব সহজেই সেই দেশের তথ্য সংগ্রহ করা যাবে। তবে ইরানের ইতিহাসে এটি সবথেকে বড়ো সাইবার ক্রাইম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.