Header Ads

বাংলার ২১ নির্বাচন ঘিরে ঘুঁটি সাজান শুরু করল কেজরিওয়াল বাহিনী!

নজরবন্দি ব্যুরো:আম আদমি পার্টি রাঘব চড্ডার সমর্থনে এগিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ ডেরেকও ব্রায়ান। এর পরে মমতা শিবিরের তরফে দিল্লি নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করেছিলেন ডেরেক ও ব্রায়ান, এবার ওই আম আদমি পার্টিই বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে বলে খবর।


দিল্লি জয়ের আনন্দের মধ্যে এবার বাংলাতেও নজর রাখতে শুরু করেছে কেজরিওয়াল শিবির। আপাতত ২০২১ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে আপ। এমনই কিছু খবর নিয়ে আলোচনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, ২১ ভোটের আগে পুরসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে চাইছে কেজরিওয়ালের দল। এখন পর্যন্ত যা খবর, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের পুরসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে আম আদমি পার্টি। আর দিল্লি থেকে 'বড় ফুল' পদ্মকে সরিয়ে দেওয়ার পর বাংলায় 'ঘাস-ফুলের' সরাতে পারবে কিনা সেটাই এখন দেখার। আর সেই দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। 
Loading...

1 টি মন্তব্য:

  1. বাংলার মানুষকে অবশ্যই স্বাগত জানানো উচিত। আর যাইহোক এরা রাম রহিম নয়- অন্তত মানুষ। অন্যরা সব ছোট বা বড় ফানুস।

    উত্তরমুছুন

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.