Header Ads

বাম যুব সংগঠনের কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে, জলকামান-লাঠিচার্জ পুলিশের

নজরবন্দি ব্যুরো:বাম যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম কর্মী-সমর্থকরা।
এর পরে মিছিল এগোতে চাইলে ডিওয়াইএফআই সদস্যদের পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে মিছিল থামাতে পুলিশ লাঠিচার্জ করে, ছোঁড়া হয় জলকামান। পুলিশের উপরেও পাল্টা হামলা চালান হয় বলে অভিযোগ।
এমন পরিস্থিতির জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ডিওয়াইএফআই-এর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, তাঁদের কর্মসূচি আটকাতে পুলিশ বিনা কারণে লাঠি চালিয়েছে। সরাসরি দমনমূলক পদক্ষেপ নিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এই ঘটনা নিয়ে বামপন্থী দলগুলি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কর্মসংস্থানের দাবির পাশাপাশি উত্তরবঙ্গে এসএসসি পরীক্ষার সেন্টার, বন্ধ চা বাগান খোলার উদ্যোগ গ্রহণ-সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আজকের কর্মসূচি গ্রহণ করে এই বাম সংগঠন। এমনটাই জানা গিয়েছে সিপিআই(এম) সূত্রে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.