Header Ads

বিচারকের শূন্য পদে নিয়োগ নিয়ে রাজ্যের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের একাধিক আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজ্যের উদাসীন ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে খোদ কলকাতা হাইকোর্ট। বিচারকের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য জানিয়েছিল আদালত। সেই মতই ১৬ জনের একটি তালিকা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৬ জনের নাম সুপারিশ করার পরও বিচারক নিয়োগ না হওয়ায় মঙ্গলবার রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে ডেকে পাঠায় কলকাতা হাইকোর্ট।
সেই মতই মঙ্গলবার রাজ্যের বিচার সচিব সিদ্ধার্থ রায়চৌধুরী আদালতে হাজির হয়েছিলেন। এদিন হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন কোর্টের সুপারিশ করা ১৬টি নামের মধ্যে দশ জনকে নিয়োগে রাজ্যের কোন সমস্যা নেই। বাকি ৬ জনের ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্যের। তবে কেন আপত্তি রয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেন নি পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায়। তিনি আরও বলেন নিয়োগের বিষয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার ও আদালতের মধ্যস্থতায় কাজ করতে হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.