ঘরের মধ্যেই আগুণে পুড়ে মৃত্যু হল দুই শিশু কন্যার
নজরবন্দি ব্যুরোঃ আগুনে পুড়ে মৃত্যু হল দুই শিশু কন্যার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ বছর ও তিন বছরের দুই শিশু কন্যার। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৮ টায় দাসপুর থানার মাগুরিয়া গ্রামে একটি খড়ের চালা ঘরে আগুণ লেগে যায়।
দিনমজুর তরুণবাবু তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানের সাথে ওই ঘরে বসবাস করতেন। সন্ধ্যে ৮টা নাগাদ ঘটনাটা ঘটে। সেই সময়ে ঘরে ছিল মা ও তার দুই সন্তান। তরুণবাবু বাড়ির বাইরে কাজে ব্যস্থ ছিলেন। হঠাৎই কেরোসিনের লম্ফ থেকে আগুণ লেগে যায় ঘড়ে। এবং নিমেশের মধ্যেই সেই আগুণ ছড়িয়ে পরে গোটা ঘরে। তরুণবাবু দুই সন্তান সেই সময়ে ঘড়ের মধ্যেই ছিল। দুর্ভাগ্যজনক ভাবে সেই আগুনে পুড়ে মারা যায় শিশু দুটি।
দিনমজুর তরুণবাবু তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানের সাথে ওই ঘরে বসবাস করতেন। সন্ধ্যে ৮টা নাগাদ ঘটনাটা ঘটে। সেই সময়ে ঘরে ছিল মা ও তার দুই সন্তান। তরুণবাবু বাড়ির বাইরে কাজে ব্যস্থ ছিলেন। হঠাৎই কেরোসিনের লম্ফ থেকে আগুণ লেগে যায় ঘড়ে। এবং নিমেশের মধ্যেই সেই আগুণ ছড়িয়ে পরে গোটা ঘরে। তরুণবাবু দুই সন্তান সেই সময়ে ঘড়ের মধ্যেই ছিল। দুর্ভাগ্যজনক ভাবে সেই আগুনে পুড়ে মারা যায় শিশু দুটি।

No comments