Header Ads

বিদ্যালয়ে করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির।

নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যে চিন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ক্রমেই মহামারীর আকার নিচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ‌্যা। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও করোনা ভাইরাসের প্রবেশ হয়নি। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)করোনা ভাইরাস নিয়ে সাড়া বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে৷
তবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন WHO-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইসাস৷ আর ০৬-০২-২০২০ তারিখ মুর্শিদাবাদের বেলডাঙ্গার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল "করোনা ভাইরাস" সংক্রান্ত সচেতনতা শিবিরের। উক্ত শিবিরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং ভিডিও সহযোগে ছাত্রছাত্রীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন বিদ্যালয়ের এন. এস. এস প্রোগ্রাম অফিসার অমিত কুমার মন্ডল । পাশাপাশি বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ ব্যানার্জী।
এছাড়াও এদিন ছাত্রছাত্রীদের নিয়ে নওপুকুরিয়া গ্রামে একটি পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। একাদশ শ্রেণীর ওমর ফারুক, সুরোজ, প্রিয়াদের কথায়, আমরা আজকের আলোচনার মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হলাম, যা আমাদের সচেতন হতে এবং পরিচিতদের মধ্যে খুব সহজেই সচেতন করতে যথেষ্ট সাহায্য করবে।
প্রোগ্রাম অফিসার অমিত কুমার মন্ডল  বলেন, সাম্প্রতিক করোনা ভাইরাস যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে এবং যার প্রতিকারের কোনো উপায়ও তৈরী হয়নি, সুতরাং সচেতনতায় বর্তমানে একমাত্র উপায়। তাই ছাত্রছাত্রীদের মাধ্যমে জনগনকে সচেতনত করতেই আজকের এই সচেতনতা শিবির। অন্য সহকারী শিক্ষক অভিজিৎ ব্যানার্জী  বলেন, আমরা যদি সাবধানতা অবলম্বন করি এবং সচেতন থাকি তাহলে এই মহামারি অনেকটাই এড়ানো সম্ভব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.