Header Ads

শিল্পার স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করলেন পুনম পান্ডে

নজরবন্দি ব্যুরো :অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজকুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ আনলেন নায়িকা পুনম পান্ডে। প্রথমে পুলিশের কাছে দ্বারস্থ হন পুনম পুলিশ FIR নিতে অস্বীকার করলে তিনি দ্বারস্থ হন হাইকোর্টে।

আসল ঘটনা রাজকুন্দ্রার সংস্থা আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে পুনাম একটি অ্যাপ নিয়ে চুক্তি বদ্ধ হন। কথা ছিল পুনমের নামেই অ্যাপটি চালু হবে। এছাড়া লাভের একটি অংশ পাবে পুনম। পরবর্তী কালে পুনম জানতে পারেন যে টাকা দেওয়ার কথা সেই টাকায় হিসাব মিলছে না। এই বিষয়টি জানার পরই পুনম চুক্তি বাতিল করেন। এরপর থেকেই পুনমের ফোনে একাধিক ফোন আসতে শুরু করে এই সমস্ত ফোনে নাকি পুনম কে বাজে প্রস্তাব দেওয়া হাত বলে অভিযোগ পুনমের।
এই বিষয় নিয়েই পুলিশে কাছে অভিযোগ জানাতে যায় পুনম। কিন্তু পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করেন। তখনই পুনম হাইকোর্টে অভিযোগ দায়ের করেন। পুনাম আরো জানান,এই কারণে তিনি ফোন নম্বর পাল্টে বিদেশে চলে গিয়েছিলেন। তাতেও সমস্যা মেটেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.