সৃজিত মুখার্জীর নতুন ছবি কাকাবাবুর পুরো শুটিং আফ্রিকায়
নজরবন্দি ব্যুরো :সৃজিত মুখার্জীর ছবির জন্য দর্শক অপেক্ষা করে থাকে। তাঁর প্রায় বেশির ভাগ ছবিই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাঁর ছবির গল্প,চরিত্র নির্বাচন,লোকেশন ,ছবির গান সব কিছুতেই থাকে নতুনত্ব।
তাই সৃজিতের পরবর্তী ছবি কাকাবাবুর টিম ও কিন্তু পৌঁছে যাবে আফ্রিকার জঙ্গলে। তাঁদের আফ্রিকায় শুটিং শুরু হবে মার্চের শেষে। এবারও কাকাবাবুর চরিত্রে থাকছেন প্রসেনজিৎ আর সন্তুর এরচরিত্রে থাকছেন আরিয়ান। এছাড়া এইবারে কাকাবাবুর পুরো শ্যুটিং হবে আফ্রিকার জঙ্গলে প্রায় এক মাস ধরে। বন্যপ্রাণীদের নিয়েও ছবিতে রয়েছে চমক। এর মধ্যেই কাকাবাবুর অর্ধেক টিম পৌঁছে গেছে আফ্রিকায়। সৃজিত ও খুব তাড়াতাড়ি পারি দেবেন আফ্রিকায়।
তাই সৃজিতের পরবর্তী ছবি কাকাবাবুর টিম ও কিন্তু পৌঁছে যাবে আফ্রিকার জঙ্গলে। তাঁদের আফ্রিকায় শুটিং শুরু হবে মার্চের শেষে। এবারও কাকাবাবুর চরিত্রে থাকছেন প্রসেনজিৎ আর সন্তুর এরচরিত্রে থাকছেন আরিয়ান। এছাড়া এইবারে কাকাবাবুর পুরো শ্যুটিং হবে আফ্রিকার জঙ্গলে প্রায় এক মাস ধরে। বন্যপ্রাণীদের নিয়েও ছবিতে রয়েছে চমক। এর মধ্যেই কাকাবাবুর অর্ধেক টিম পৌঁছে গেছে আফ্রিকায়। সৃজিত ও খুব তাড়াতাড়ি পারি দেবেন আফ্রিকায়।


No comments