লিপ ইয়ারের বিশেষ দিনে নতুন সাজে গুগল ডুডল।
নজরবন্দি ব্যুরো: প্রতি ৪ বছরে ১ দিন করে বেশি হয়। সেই অতিরিক্ত দিনটি প্রতিফলিত হয় ফেব্রুয়ারি মাসে ২০২০ সাল হল লিপ ইযার। আজ ২৯ ফেব্রুয়ারী সেই অতিরিক্ত দিন।
তাই গুগল পালন করলো গুগল ডুডল। খুব জমকালো কিছু নয়,খুব সাধারণ এবং নজরকাড়া। সবুজ ,গোলাপি ও হলুদ রঙের ব্যবহার হয়েছে এই ডুডলে। সার্চ ইঞ্জিন হিসাবে গুগল খুললেই সবার নজর কাড়ছে এই ডুডল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘন্টা ,আর এই অতিরিক্ত ৬ ঘন্টা বাদ দিয়ে ৩৬৫ দিন ধরা হয়। এই ৬ ঘন্টা আলাদা করে জমা হতে থাকে।
৪ বছরে এই ৬ ঘন্টা ৪ বার জমা হয়। সেটা গিয়ে দাঁড়ায় ২৪ ঘন্টা মানে ১ দিন। তাই প্রতি ৪ বছরে ৬ ঘন্টা মিলিয়ে এই অতিরিক্ত একটি দিন ক্যালেন্ডারে যোগ হয়।
তাই গুগল পালন করলো গুগল ডুডল। খুব জমকালো কিছু নয়,খুব সাধারণ এবং নজরকাড়া। সবুজ ,গোলাপি ও হলুদ রঙের ব্যবহার হয়েছে এই ডুডলে। সার্চ ইঞ্জিন হিসাবে গুগল খুললেই সবার নজর কাড়ছে এই ডুডল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘন্টা ,আর এই অতিরিক্ত ৬ ঘন্টা বাদ দিয়ে ৩৬৫ দিন ধরা হয়। এই ৬ ঘন্টা আলাদা করে জমা হতে থাকে।
৪ বছরে এই ৬ ঘন্টা ৪ বার জমা হয়। সেটা গিয়ে দাঁড়ায় ২৪ ঘন্টা মানে ১ দিন। তাই প্রতি ৪ বছরে ৬ ঘন্টা মিলিয়ে এই অতিরিক্ত একটি দিন ক্যালেন্ডারে যোগ হয়।

No comments