Header Ads

'লাভ আজ কাল' এর প্রোমশনে গিয়ে অসুস্থ সারা ,কোলে তুলে নিলেন তাঁর ক্রাশ কার্তিক

নজরবন্দি ব্যুরো :বর্তমানে সারা আর কার্তিক হচ্ছে হট জুটি। সম্প্রতি সারা আর কার্তিক তাঁদের আপকামিং ছবি 'লাভ আজ কাল' এর প্রমোশন নিয়ে ব্যস্ত। 'লাভ আজ কাল' মুক্তি পাবে ১8 ফ্রেব্রুয়ারি। তাই আর বেশি দিন হাতে নেই তাই জোর কদমে চলছে প্রোমশনের কাজ।

 তাই এই রকম প্রমোশনে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন সারা। কোস্টার অসুস্ত হয়ে গেছে দেখে কার্তিক কী করলো জানেন। তখনই সারা কে দুহাতে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করেন কার্তিক। চারিপাশের লোকজন কার্তিকের কোলে সারা কে দেখে এক্সাইটেড হয়ে পড়েন।
 সামনে দাঁড়িয়ে থাকা ক্যামেরা পার্সেন দের উদ্দেশ্য করে কার্তিক বলতে থাকেন, আমরা মজা করছি না,সারা সত্যি অসুস্থ। আবার ভিডিয়োটি দেখে নামে হচ্ছে সারা আর কার্তিক মজা করছেন। কিন্তু সারা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলেও কোলে তোলার মত অসুস্থ নন। ভিডিয়োটি দেখতে চাইলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8S0UKuh-KQ/?utm_source=ig_embed

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.