Header Ads

পুত্রবধূ আলিয়া ভাট কে ডিসেম্বরেই বরণ করবেন শাশুড়ি নীতু কাপুর

নজরবন্দি ব্যুরো :'রণলিয়া' র ভক্তদের জন্য সুখবর। অবশেষে সময়ের অবসান ঘটলো। বলিপাড়ায় বিয়ের সানাই বাজল অবশেষে। হ্যাঁ ঠিকই ধরেছেন আলিয়া আর রণবীরের কথাই বলা হচ্ছে।

এই ডিসেম্বরেই হতে চলেছে তাঁদের বিয়ে। খ্যাতনামা একটি ম্যাগাজিনে এই খবর প্রকাশ পেয়েছে।রণলিয়া র প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' ডিসেম্বরে মুক্তি পাবে তারপরই হবে তাঁদের বিয়ে। তাঁদের বিয়ে নিতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ভাট আর কাপুর পরিবার। কয়েকমাস আগে আলিয়া তাঁর বিয়ের লেহেঙ্গা বানাতে দিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় এর কাছে।ইতিমধ্যে বিয়ের আগে আদর্শ বধূর মত আলিয়া কাপুর পরিবারের সমস্ত অনুষ্ঠানে দেখা দিচ্ছেন। কিছু দিন আগে শ্বশুর ঋষি কাপুর কে দেখতে হাসপাতালে ছুটে ছিলেন আলিয়া সাথে ছিলেন রণবীর।

 তারপরে দিল্লিতে রণবীরের পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে রণবীর ও তাঁর মা নীতু কাপুরের সাথে পৌঁছে গেছিলেন বৌমা আলিয়া ও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.