সুপারমুন দেখা যাবে এই সপ্তাহে, জানালো নাসা।
নজরবন্দি ব্যুরোঃ এই সপ্তাহে গোটা বিশ্ব দেখবে সুপারমুন। নাসা সূত্রে খবর, এই চলতি সপ্তাহের দেখা মিলবে সুপারমুনের। এই শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। তাই বলা যাচ্ছে সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আগামী রবিবার ভারতীয় সময় দুপুর ১.০৩ মিনিটে।
কিন্তু সুর্যের আলোর কারণে ভারত থেকে সুপারমুন দেখা যাবে না। পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে পুর্নিমার চাঁদ সুপারমুনের আকার নেয়। এই মাসের পরে আবার ৯ মার্চ এই সুপারমুন দেখতে পাবে সবাই। তার পরে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে সুপার মুন দেখা যাবে।
কিন্তু সুর্যের আলোর কারণে ভারত থেকে সুপারমুন দেখা যাবে না। পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে পুর্নিমার চাঁদ সুপারমুনের আকার নেয়। এই মাসের পরে আবার ৯ মার্চ এই সুপারমুন দেখতে পাবে সবাই। তার পরে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে সুপার মুন দেখা যাবে।

No comments