নজরবন্দি ব্যুরোঃ নবরাত্রি উপলক্ষে রেলযাত্রীদের জন্য নতুন উদ্যোগ ভারতীয় রেলের। তীর্থযাত্রীদের জন্য চালু হচ্ছে 'শ্রী রামায়ণ এক্সপ্রেস'। মার্চ মাসের ২৮ তারিখ যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন। নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে এই রামায়ণ এক্সপ্রেস । ১৭ দিন ও ১৬ রাতের এই ট্যুরে তীর্থযাত্রীদের এই ট্রেন নিয়ে যাবে সেই সমস্ত জায়গায় যে সব জায়গার সঙ্গে উল্লেখ রয়েছে শ্রী রামের । ৫টি নন-এসি স্লিপার ক্লাস এবং ৫টি এসি-৩ টিয়ার কোচের সঙ্গে শ্রী রামায়ণ এক্সপ্রেসে রয়েছে ১০ টি কোচ ।
আগে এলে আগে টিকিট এই ভিত্তিতে এই বিশেষ ট্যুরের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা রেখেছে । রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, সারাবছরের শিডিউল আগামী সপ্তাহে জানানো হবে। তিনি আরও বলেন রামায়ণ এক্সপ্রেস ট্রেনটি উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম সবদিক থেকে এই ট্রেন সার্ভিস পাওয়া যাবে। ট্রেনের ভেতরে এবং বাইরে রামায়ণকে ভিত্তি করেই সাজানো হবে। গন্তব্যে পৌঁছতে শুনতে পারবেন ভজন সঙ্গীত।
No comments