Header Ads

স্বামী রোশনকে রোমান্টিক গানে ভাসালেন শ্রাবন্তী, দেখুন ভিডিও

নজরবন্দি ব্যুরো :টলিপাড়ার সব থেকে সুন্দর জুটিদের মধ্যে অন্যতম জুটি শ্রাবন্তী ও রোশন।তাঁরা দুজনেই খুবই সোশ্যাল মিডিয়ায় একটিভ। ছবি হোক বা ভিডিয়ো তারা মাঝে মধ্যেই তাঁদের ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেয় ভক্তদের সাথে।

 আজ সকালে আবার তাঁরা এমনই এক কান্ড ঘটালেন। আজ সকালে তাঁরা এমন এক ভিডিয়ো আপলোড করেছে সে ভিডিয়ো কার না হিংসা হবে। আদর ও ভালোবাসায় মাখামাখি সেই ভিডিয়ো। তা সকালে সকাল এই কম ভিডিয়ো দেখে শ্রাবন্তীর ভক্তদের মন খুব ভালো হয়ে গেছে। তা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,স্বামী রোশানের জন্য শ্রাবন্তী গাইছেন একটি গান মহব্বত হো না জায়ে। শ্রাবন্তীর আদরে কিন্তু লাল হয়েগেছে স্বামী রোশন। ভিডিওটি এক্কেবারে টিকিটকের ভিডিয়ো। ভিডিয়োটি দেখতে হলে নিচে লিঙ্গে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8wkaSkAUNZ/?utm_source=ig_embed

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.