Header Ads

পাকিস্তানকে ছেড়ে ভারতের পাশে চিন, চাপে ইমরান

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক মঞ্চে এবার কোণঠাসা হল পাকিস্তান। জঙ্গি কার্যকলাপের অভিযোগে পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছিল ভারত। আমেরিকা-ভারত সহ ইউরোপের দেশ গুলিকে সন্ত্রাস দমনের জন্য তৈরি হয়েছিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। আর এই সংগঠনের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে পাকিস্তানের বন্ধু দুই দেশ এবার সরাসরি সন্ত্রাস দমন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াল। জঙ্গিদের অর্থ সরবরাহ ও কার্যকলাপের ওপর নজরদারি এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফিনান্সিয়াল একশন টাস্কফোর্সের গুরুত্ব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত।
এই আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাস মদত দেওয়ার অভিযোগে ২০১৮ সালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে। এর পরের ধাপ হল ব্ল্যাক মার্ক। ধূসর স্তরে পাকিস্তান রয়েছে মানে পাকিস্তানকে জঙ্গী দমনে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। বলা ভালো দেশটির সতর্ক করেছে ওই আন্তর্জাতিক সংস্থা। পাকিস্তান দেশের জঙ্গি কার্যকলাপ বন্ধ ও সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা না নিলে ওই দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ফিনান্সিয়াল অ্যাকশন অ্যাকশন টাস্ক ফোর্স। পাকিস্তানকে চাপে ফেলতে বরাবরই জঙ্গি কার্যকলাপ দিয়ে মুখ খুলেছে ভারত। এবার ভারতের পাশে দাঁড়াল পাকিস্তানের বন্ধু চীন ও সৌদি আরব।
তবে তুরস্ক এখনও পর্যন্ত পাকিস্তানের পাশেই রয়েছে। আন্তর্জাতিক সংস্থার পূর্ণাঙ্গ অধিবেশন জুন মাসে। তার আগে জঙ্গি কার্যকলাপ দমনে পাকিস্তান ব্যবস্থা না নিলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এই আবহেই পাকিস্তানের বিরুদ্ধে চীন ও সৌদি আরব যাওয়ায় আন্তর্জাতিক স্তরে রীতিমতো চাপের মুখে পড়েছে পাকিস্তান। জুনের মধ্যে সমস্যার সমাধান করতে না পারলে কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান। সে ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার দেওয়া কঠিন শাস্তি অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.