Header Ads

আপনি কি বেসরকারী কর্মী? চিন্তা নেই, এবার জন্যও পেনশনের ব্যবস্থা করল কেন্দ্র

নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে বেসরকার কর্মীরাও পাবেন পেনশন।কিন্তু আপনি যদি পেনশনের সুবিধা পেতে চান তাহলে আপনাকে এই প্রকল্পের জন্য প্রতি মাসে বেতন থেকে অর্থ কাটার স্কিম চালু করত হবে খুব তারাতারি। এবং কর্মচারীরাই ঠিক করবেন বেতনের কত শতাংশ পেনশন স্কিমে জমা করতে চান তারা। অর্থ সচিব রাজীব কুমার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি নিয়ে আস্তে চলেছে।যার মাধ্যমে মাসে অন্তত ১০০ টাকা কর্মচারীর বেতন থেকে কাটে তা জমা হবে পেনশন অ্যাকাউন্টটিতে।যার ফলে ভবিষ্যতে লাভবান হতে পারে তরুন চাকরিজীবিরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি ভাবে এবং কবে বেসরকারী চাকুরীজীবিরা এই টাকা পাবেন? কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া ১২ শতাংশ ইপিএফ-এ জমা হয় আর ৩.৬৭ শতাংশ ইপিএফ-এ জমা দেয় কোম্পানি নিজের তরফে।এবং ৮.৩৩ শতাংশ টাকা কর্মচারীর পেনশন প্রকল্পে জমা পরবে। কর্মচারিরা তাদের পেনশনের টাকা যে কোন সময়ে তুলে নিতে পারবেন। তবে তার উপরে থাকবে বেশ কিছু নিয়ম। সেই সমস্থ নিয়ম মেনেই কর্মীরা পেনশনের টাকা তুলতে পারবেন। আপনার চাকরীর সময়সীমা যদি ৬ মাসের বেশি ও ৯ বছর ৬ মাসের থেকে কম হয়ে থাকে তাহলে ফর্ম ১৯ ও ১০সি জমা দিয়ে আপনি পিফ ও পেনশনের টাকা তুলতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে যেতে হবে পিএফ অফিসে। অনলাইনের মাধ্যমে পেনশনের টাকা তোলার কোন বযবস্থা নেই। আপনার চাকরির বয়স যদি ১০ বছরের বেশি হয় তাহলে আপনি পেনশন পাবেন। আর ৫৮ বছর বয়স থেকে প্রতি মাসে কিছু টাকা পেনশন হিসেবে পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট অধিবেশনে প্রস্তাব রেখেছেন পিএফআরডিএ আইন সংশোধন করার।সরকারী কর্মচারীদের জন্য এনপিএস ট্রাস্টকে পিএফআরডিএ থেকে আলাদা করা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.