পার্শ্বশিক্ষকদের দাবি পূরণ কবে? ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে বললেন মন্ত্রী
পার্শ্বশিক্ষকদের টানা ৩২ দিনের আন্দোলন নড়েচড়ে বসেছিল গোটা রাজ্য। আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনাতে বসতে বাধ্য হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের বেশকিছু দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী আন্দোলনের নেতাদের জানিয়ে ছিলেন, মার্চ মাসের মধ্যে তাদের এই দাবি কার্যকর করার চেষ্টা করবেন। শিক্ষামন্ত্রীর এই প্রতিশ্রুতির পরে আন্দোলন প্রত্যাহার করে পার্শ্বশিক্ষকরা।
সামনেই আছে পুর নির্বাচন। এই নির্বাচনের আগে নিজেদের দাবি পূরণ করুক সরকার চাইছে পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশ।
সম্প্রতি পার্শ্বশিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে শিক্ষকদের বিভিন্ন বিষয় আলোচনাতে উঠে আসে।
পে-স্কেল সহ শিক্ষক বদলির বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। তবে সরকার পার্শ্বশিক্ষকদের পে-স্কেল ও শিক্ষক বদলির বিষয় নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করেছে সরকার। শিক্ষামন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত পার্শ্বশিক্ষকদের অপেক্ষা করতে বলেছেন। এমন খবর জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সামনেই আছে পুর নির্বাচন। এই নির্বাচনের আগে নিজেদের দাবি পূরণ করুক সরকার চাইছে পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশ।
সম্প্রতি পার্শ্বশিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে শিক্ষকদের বিভিন্ন বিষয় আলোচনাতে উঠে আসে।

No comments