Header Ads

‘মা’ রূপী মমতার নেতৃত্বে সিএএ রুখবো, বললেন তৃনমূলের প্রথম সারির নেতা

নজরবন্দি ব্যুরোঃ “মা মমতার নেতৃত্বে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাব আমরা।” সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেই সম্বোধন করলেন তৃনমূলের এক হেভিওয়েট নেতা। আগেও একাধিক নেতার মুখে মুখ্যমন্ত্রীকে এহেন সম্মানসূচক শব্দ ব্যবহার করতে দেখা গিয়েছে। এবার হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে উল্লেখ করতে। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। তার মাঝেই মুখ্যমন্ত্রী এই আইনের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এবার হাওড়াতে সিএএ ও এনআরসির বিরুদ্ধেও আন্দোলনের ডাক দিল তৃণমূল। সেই আন্দোলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী অরূপ রায় বলেন “আমাদের মা মমতা। তিনি আমাদের অভিভাবক। তাঁর নেতৃত্বে আমরা রাজ্যে মাথা উঁচু করে বাঁচব।”
উল্লেখ্য একসময় ঝাড়গ্রামে থাকাকালীন আইপিএস ভারতী ঘোষও মমতাকে মা বলেছিলেন আর তারপর ভারতীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এদিন অরূপ রায়ের মা ডাকা নিয়ে কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন তাঁর জন্যও কি এবার বিশেষ উপঢৌকন অপেক্ষা করছে!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.