Header Ads

ফের অশান্তির সম্ভাবনা জম্মু-কাশ্মীরে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

নজরবন্দি ব্যুরোঃ ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ জম্মু-কাশ্মীরে। আফজল গুরুর মৃত্যুবার্ষিকীর আগেই ২জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যে থেকেই এই পরিষেবা বন্ধ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি আফজল গুরুর মৃত্যু বার্ষিকীতে লিবারেশন ফ্রন্টের তরফে বন্ধ ডাকা হয়েছিল জম্মু-কাশ্মীরে।
কাশ্মীর এলাকার প্রায় সমস্ত দোকানপাটই বন্ধ ছিল বনধের জেরে। আবার ১১ ফেব্রুয়ারি মকবুল ভাটের মৃত্যু বার্ষিকীর জন্যও বন্ধ ডাকা হয়েছে। তাই নিরাপত্তার দিকে খেয়াল রেখেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে দীর্ঘদিন বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। তার পরে সু্প্রিম কোর্টের নির্দেশে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জানুয়ারির ১৫ তারিখ নাগাদ আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেন উপত্যকাবাসী।
 জম্মু ও কাশ্মীর প্রশাসন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, কাশ্মীরে আংশিকভাবে চালু হচ্ছে ব্রডব্যান্ড পরিষেবা। ধীরে ধীরে গোটা উপত্যকা চালু হবে এই পরিষেবা। জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব রহিত কৌশল জানিয়েছিলেন, শর্তসাপেক্ষে ‘টুজি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে ১০টি জেলায়। পোস্ট পেড মোবাইলগুলিতে চালু থাকবে এই পরিষেবা। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকবে শ্রীনগর, বুদগামের মতো বেশকিছু জেলায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.